এয়ারপাের্ট আর্মড পুলিশ নিম্নলিখিত দায়িত্ব পালন করে থাকেঃ
১। বিমানবন্দরে যেকোন ধরনের নাশকতামূলক কার্য-কলাপ প্রতিরােধ, অনাকাঙ্খিত, অননুমােদিত ব্যক্তির অনুপ্রবেশ রােধ, যাত্রীদের ব্যাগেজ কাটা বা চুরি প্রতিহত করা ও যেকোন ধরনের যাত্রী হয়রানি বন্ধসহ বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা
২। বিমানবন্দরের অ্যারাইভ্যাল, ডিপারচার, পার্কিং এরিয়া, কনভেয়ার বেল্ট, হ্যাংগার, টারমাক এরিয়া এবং বিমানবন্দরের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় ভিডিও প্রযুক্তি ব্যবহারপূর্বক তথ্যাদি সংগ্রহ ও সম্ভাব্য অপরাধী সনাক্তকরণ
৩। বিমানবন্দরের সকল প্রবেশপথ ও অভ্যন্তরে যেকোন স্থানে তল্লাশি ও সাধারণ চেকিং এবং সন্দেহজনক ব্যক্তি/যাত্রীর ট্রাভেল ডকুমেন্ট, লাগেজ বা শরীরে নিরাপত্তা তল্লাশি
৪। লাগেজ কাটা/চুরি, চোরাচালান, মালিকানাবিহীন মালামাল, যাত্রী হয়রানি প্রভৃতি বিষয় সংক্রান্তে তদন্ত করে অপরাধী সনাক্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ
৫। নাশকতারােধ, জঙ্গি হামলা প্রতিহত এবং যেকোন নিরাপত্তা সংক্রান্ত কার্য সম্পর্কে আগাম গােয়েন্দা তথ্য (Intelligence) সংগ্রহ ও অন্যান্য সংস্থার সাথে সমন্বয় সাধন
উল্লেখ্য যে, চেয়ারম্যান, সিভিল এভিয়েশন অথরিটি'র তত্বাবধানে এয়ারপাের্ট আর্মড পুলিশ বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করে থাকে।