Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ মার্চ ২০২২

ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)

বিমানবন্দরে উদ্ভূত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন একটি বিশেষায়িত ইউনিট গঠনের গুরুত্ব অনুভব করে। এই প্রেক্ষাপটে ২০১৪ সালে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) গঠন করা হয়। একজন এএসপির নেতৃত্বে বর্তমানে বাছাইকৃত ও বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ৩৪ জন সদস্যের একটি দক্ষ সিআরটি ইউনিট অত্র ব্যাটালিয়নে দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সিআরটি সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। অত্র ইউনিটের সিআরটি'র প্রতিটি সদস্যকে বাধ্যতামূলক ছয় সপ্তাহ মেয়াদী "Basic Training of CRT" তে অংশগ্রহণ ও সফলতার সাথে উক্ত প্রশিক্ষণ সমাপ্তির শর্তে দলে অন্তর্ভূক্ত করা হয়। এছাড়াও, সিআরটি'র প্রতিটি সদস্যকে বছরব্যাপী নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ প্রদান ও মাস্কেট্রি অনুশীলন করানো হয়। একইসাথে, সিআরটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও তাদের কর্মকান্ডকে আরো শাণিত করতে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চতর ও বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অত্র ইউনিটের বাছাইকৃত সিআরটি সদস্যরা ভারতের মানেসার (হরিয়ানা)-এ অবস্থিত National Institute of Counter Terrorism, NSG থেকে "Counter Terrorist Training Capsule" ও জর্ডানের আম্মান থেকে "Quick Reaction Force" বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছে। এছাড়াও, বাংলাদেশের খাগড়াছড়িতে এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে পুলিশ কমান্ডো ট্রেনিংয়ে অংশগ্রহণ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ডিপ্লোমেটিক সিকিউরিটি, ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এর স্পন্সরে "Crisis Response Team Course" শীর্ষক বিশেষায়িত প্রশিক্ষণ লাভ করেছে। যে কোন জরুরি পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে বিশেষায়িত ইউনিট হিসেবে সিআরটি'র সদস্যরা নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ, শৃঙ্খলা ও কঠোর নিয়মানুবর্তিতার নীতি অনুসরণপূর্বক আরো শাণিত হয়ে উঠছে এবং বিভিন্ন সময়ে তাদের উজ্জ্বল উপস্থিতি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি জনমনে উজ্জ্বলতর করছে।