Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ মার্চ ২০২২

কেনাইন

“এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের কেনাইন ইউনিট”

 

এয়ারপাের্ট (১৩) আর্মড পুলিশ বিগত ২০১৭ সাল থেকে অদ্যাবধি একটি সমৃদ্ধ কেনাইন ইউনিট (ডগ স্কোয়াড) পরিচালনা করে আসছে। দুটি জার্মান শেফার্ড ও দুটি ল্যাবরেডর জাতের কুকুরসহ মােট চারটি কুকুর নিয়ে ২০১৭ সালে এই কেনাইন ইউনিট তার যাত্রা শুরু করে। পরবর্তীতে গত ২০১৮ সালে এই বহরে চারটি মেলিনয়েস এবং ২০১৯ সালে পাঁচটি ল্যাবরেডর জাতের কুকুর যুক্ত হয়। বর্তমানে এই ইউনিটে মােট ১৩ (তের) টি কুকুর রয়েছে। কুকুরের বসবাসের জন্য মােট ১৬ (ষােল) টি ক্যানেল রয়েছে, খেলাধুলার জন্য একটি সবুজ মাঠ এবং একটি প্রশিক্ষণ দেয়াল রয়েছে। ২০১৯-২০২০ সালে এয়ারপাের্ট (১৩) আর্মড পুলিশের কেনাইন ইউনিটের জন্য আরাে অন্তত ১০ টি কুকুর কেনার কার্যাদেশ প্রদান করেছে পুলিশ সদর দপ্তর। কিন্তু করােনা অতিমারীর কারনে বর্তমানে ক্রয় প্রক্রিয়া স্থগিত রয়েছে। এই ১০ টি কুকুর অর্ন্তভুক্ত হলে অত্র ইউনিটের কেনাইন ইউনিটের মােট কুকুর সংখ্যা দাঁড়াবে ২৩ টি। বিমানবন্দরে আগত যাত্রী-সহযাত্রীদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণে, ভিভিআইপি চলাচলের সময় ফ্লাইট প্যাক তল্লাশিতে এবং বিমানবন্দরে যে কোন নাশকতা ঠেকাতে বর্তমানে এয়ারপাের্ট আর্মড পুলিশের কেনাইন ইউনিট অত্যন্ত প্রশংসার সাথে কাজ করে যাচ্ছে। অদূর ভবিষ্যতে অত্র ইউনিটের কেনাইন ইউনিটের কুকুরকে বিস্ফোরক দ্রব্য, মাদক, কারেন্সি, জীবিত প্রাণী শনাক্ত ও উদ্ধারের জন্য উন্নততর প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে; যা অত্র ইউনিট তথা বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমকে আরাে বেগবান ও সমৃদ্ধ করবে।