হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে তাদের আটক করা হয়।
তারা হলেন সাদ্দাম হোসেন (১৫) ও মোহাম্মদ আমিন (১৪)। সাদ্দামের পিতার নাম মো. সেলিম এবং মো. আমিনের পিতার নাম সালাম বলে জানা গেছে। তারা দুজনই টেকনাফে ২৪ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের অধিবাসী বলে এপিবিএনকে জানিয়েছেন।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন এপিবিনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।
এই কর্মকর্তা জানান, আজ বিকেলের দিকে বিমানবন্দরে এয়ারপোর্ট রেস্টুরেন্টের সামনে সাদ্দাম হোসেন এবং মো. আমিন নামের দুজন ইতস্ততভাবে ঘোরাঘুরি করছিলেন। তাদের ঘোরাঘুরি দেখে এয়ারপোর্ট আর্মড পুলিশের একটি টহল দলের সন্দেহ হয়। এসময় তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা এলোমেলো কথাবার্তা বলতে থাকেন। আরও বেশি সন্দেহ এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হয়। তল্লাশির পর তাদের দুজনের কাছ থেকে ছয় হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিয়াউল হক জানান, তাদের দেখে ক্যারিয়ার বলে মনে হয়েছে। তারা বিমানবন্দরে এক ব্যক্তিকে ইয়াবাগুলো দেওয়ার জন্য এসেছিলেন বলে স্বীকার করেছেন। তাদের কাছ থেকে একটি ফোন নাম্বার উদ্ধার করা হয়েছে। সেই নম্বরে সূত্র ধরে হয়তো সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া সম্ভব। তবে বিষয়টি পুলিশি তদন্তে বের হয়ে আসতে পারে।
তিনি জানান, এই দুই যুবক কক্সবাজার থেকে ভোরে এসে ঢাকায় নামেন এবং বিমানবন্দর এলাকায় ইয়াবাগুলো হস্তান্তরের অপেক্ষায় ছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।